• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

সাঞ্চো-রইসের গোলে কোয়ার্টার ফাইনালে বরুশিয়া

তাজাখবর২৪ ডেস্কঃ
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

পার্ক দে প্রিন্সেসে ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। রুইজের পাস থেকে বল পেয়ে এ সময় গোলটি করেন দলটির সবচেয়ে বড় তারকা এমবাপ্পে। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। উসমান ডেম্বেলের কাছ থেকে বল নিয়ে এ গোলটি করেন রুইজ নিজে।

পার্ক দে প্রিন্সেসে ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। রুইজের পাস থেকে বল পেয়ে এ সময় গোলটি করেন দলটির সবচেয়ে বড় তারকা এমবাপ্পে। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। উসমান ডেম্বেলের কাছ থেকে বল নিয়ে এ গোলটি করেন রুইজ নিজে।

মুশফিক আরও বলেন, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’


More News Of This Category