গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি ও তার জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালি, লক্ষীপুর, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১৩টি। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।
এই ভয়াবহ পরিস্থিতিতে লক্ষ্মীপুরের বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন স্বপ্নময় মানব কল্যাণ সংগঠন সকাল থেকে রাত পর্যন্ত সেবা প্রদান করে যাচ্ছেন লক্ষ্মীপুরবাসীর জন্য লক্ষ্মীপুরের বিভিন্ন ওয়ার্ডে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনা খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ এবং বিপদগ্রস্ত মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন
এসব কাজে অংশগ্রহণ করছেন স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের পরিচালক ইব্রাহিম খান শান্ত এবং সদস্যবৃন্দ ফাহাদ হোসেন কাকন,হোসেন মোহাম্মদ আবির, মিনহাজুল ইসলাম মিরাজ, প্রান্ত সাকিব, নাঈমুর রহমান,ফজলে এলাহী বিজয় সহ প্রমুখ।
লক্ষ্মীপুরে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের সেচ্ছাসেবক সদস্য বিন্দুরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ্মীপুরের বিপদগ্রস্ত বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছেন
অতীতেও লক্ষ্মীপুরের মানুষের জন্য কাজ করেছেন বর্তমানেও করছেন ভবিষ্যতে লক্ষ্মীপুরের মানুষের জন্য কাজ করে যাবেন স্বপ্নময় মানব কল্যাণ সংগঠন লক্ষীপুরবাসীর যেকোনো প্রয়োজনে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠন কাজ করার জন্য প্রস্তুত।