বাপের বেডা অইলে ইলেকশনে আসো, জামায়াতকে বিএনপি নেতা ফজলুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বাপের বেডা অইলে ইলেকশনে আসো।’ গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জুড়ি ইউনিয়ন বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ফজলুর রহমান আরও বলেন, ‘ভোট করেন, ঠিক আছে, আপনেরা পাল্লা মার্কা লইয়া করবেন, আমরা ধানের শীষ নিয়া করব। পাবলিকরে ডিছিশান নিতে দেন। যারে পাবলিক ভোট দিব, হে দেশ চালাইবো। কথাডা ঠিক না বেঠিক? তাইলে বহাবহি করেন কেন? আর খালি পিছন দিক দিয়া কালো অন্ধকারে বইসা বইসা গুট গুট করেন কেন? ১০ বছর কেমনে বিনা ভোটে থাহন যায়!’ তিনি আরও বলেন, ‘কারণ জানেন, ভোট করলে কিচ্চু থাকবে না। জামানত থাকবে না অনেক যায়গায়, জামানত থাকবে না। এলহা এলহা ভোট করলে তিনডা সিট পাইবেন না, কিন্তু তিন শ সিটের পাওয়ার দেখাইতাছেন। সমস্ত প্রশাসন দখল কইরা বসছে, একটা লোক নাই, দুই পার্সেন্ট লোক নাই, পায়ের উপরে পা তুইল্লা গিয়া কয়, আমি হইলাম অমুক ইসলাম, আমার কথা মানতে হবে। ইউএনও চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলে তার কথায়। কেন? বাপের বেটা হইলে ইলেকশনে আসো, ইলেকশনে আসো। ইলেকশানে দেখা যাবে বাংলাদেশের মানুষ কাকে দায়িত্ব দেয়, কথাডা আমি হাছা কইছি নাকি মিছা কইছি?’ পথসভায় এ সময় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিনী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ (জুয়েল) উপজেলা বিএনপির নেতারা।

বাপের বেডা অইলে ইলেকশনে আসো, জামায়াতকে বিএনপি নেতা ফজলুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বাপের বেডা অইলে ইলেকশনে আসো।’ গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জুড়ি ইউনিয়ন বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ফজলুর রহমান আরও বলেন, ‘ভোট করেন, ঠিক আছে, আপনেরা পাল্লা মার্কা লইয়া করবেন, আমরা ধানের শীষ নিয়া করব। পাবলিকরে ডিছিশান নিতে দেন। যারে পাবলিক ভোট দিব, হে দেশ চালাইবো। কথাডা ঠিক না বেঠিক? তাইলে বহাবহি করেন কেন? আর খালি পিছন দিক দিয়া কালো অন্ধকারে বইসা বইসা গুট গুট করেন কেন? ১০ বছর কেমনে বিনা ভোটে থাহন যায়!’ তিনি আরও বলেন, ‘কারণ জানেন, ভোট করলে কিচ্চু থাকবে না। জামানত থাকবে না অনেক যায়গায়, জামানত থাকবে না। এলহা এলহা ভোট করলে তিনডা সিট পাইবেন না, কিন্তু তিন শ সিটের পাওয়ার দেখাইতাছেন।

সমস্ত প্রশাসন দখল কইরা বসছে, একটা লোক নাই, দুই পার্সেন্ট লোক নাই, পায়ের উপরে পা তুইল্লা গিয়া কয়, আমি হইলাম অমুক ইসলাম, আমার কথা মানতে হবে। ইউএনও চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলে তার কথায়। কেন? বাপের বেটা হইলে ইলেকশনে আসো, ইলেকশনে আসো। ইলেকশানে দেখা যাবে বাংলাদেশের মানুষ কাকে দায়িত্ব দেয়, কথাডা আমি হাছা কইছি নাকি মিছা কইছি?’

পথসভায় এ সময় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিনী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ (জুয়েল) উপজেলা বিএনপির নেতারা।