ইউজিসি সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ্ মারা গেছেন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।  ইউজিসির পরিচালক ওমর ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যার আজ অস্ট্রেলিয়া চিকিৎসাধীন অব্স্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ঘরে ক্যান্সারসহ আরও কিছু জটিল রোগে ভুগছিলেন। অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রথম মেয়াদে ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২য় মেয়াদে ২০২৩ সালের মে মাসে ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে গত ৫ বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার চলমান উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এবং উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রকল্প হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) বাস্তবায়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

ইউজিসি সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ্ মারা গেছেন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

 ইউজিসির পরিচালক ওমর ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যার আজ অস্ট্রেলিয়া চিকিৎসাধীন অব্স্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ঘরে ক্যান্সারসহ আরও কিছু জটিল রোগে ভুগছিলেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রথম মেয়াদে ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২য় মেয়াদে ২০২৩ সালের মে মাসে ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে গত ৫ বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন।

মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার চলমান উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এবং উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রকল্প হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) বাস্তবায়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।