গর্ভবর্তী মায়েদের রোজা না রাখার সুযোগ আছে কি না?

গর্ভবর্তী মায়েদের রোজা না রাখার সুযোগ আছে কি না?

গর্ভবর্তী মায়েদের রোজা না রাখার সুযোগ আছে কি না?

প্রতিটি নারীর জীবনে গর্ভাবস্থা একটি সুন্দর,স্মরণীয় ও আনন্দময় সময়। তবে এই সময়ের সকল জটিলতা ও সমস্যার বিষয়ে একটু বেশিই সতর্ক থাকতে হয়। কেননা গর্ভস্থ শিশুর মেধা বিকাশ ও বেড়ে ওঠা অনেকটা নির্ভর করে গর্ভবতী মায়ের সঠিক পুষ্টি গ্রহণের ওপর।

এ সময় মা রোজা রাখবে কি না, তা নির্ভর করে হবু মা ও তাঁর গর্ভস্থ শিশুর সুস্থতার ওপর। মা ও শিশু উভয়ে যদি সব দিক থেকে সুস্থ ও স্বাভাবিক থাকে, তাহলে মাকে রোজা রাখতে হবে। (ফাতওয়ায়ে রহিমিয়া-৭/২৭০)

আর মা যদি নিজের কিংবা শিশুর কোনো ক্ষতির আশংকা করেন তাহলে মায়ের জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে। (সূরা বাকারা-১৮৫)

তবে রোজা না রাখারটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে।