সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। এ নিয়ে আজ দুপুরে সিএনজি স্ট্যান্ড দখলে নেয়ার চেষ্টা করে তকদির ও আজিবুর গ্রুপের লোকজন। এতে বাধা দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও তার লোকজন। এর জেরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ চলে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, সিএনজি স্ট্যান্ড নিয়ে শ্রমিক ও মালিক পক্ষ ৪টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। এ নিয়ে আজ দুপুরে সিএনজি স্ট্যান্ড দখলে নেয়ার চেষ্টা করে তকদির ও আজিবুর গ্রুপের লোকজন।

এতে বাধা দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও তার লোকজন। এর জেরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ চলে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, সিএনজি স্ট্যান্ড নিয়ে শ্রমিক ও মালিক পক্ষ ৪টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।