আমার ভাই কবরে খু-নি কেন বাহিরে?

আমার ভাই কবরে খু-নি কেন বাহিরে?

আজ সেই আর্মি অফিসারের ছেলে মুক্তি পেল, যে কিনা ৩ জন বুয়েট শিক্ষার্থীকে গাড়ি চাপা দিয়ে হ/ত্যা করেছিল। 

ঘটনা একটু ধামাচাপা পড়তেই মুক্তি পেলো। দেশে পাওয়ার চেইন কতটা ইমব্যালেন্সড, এটা তার একটা প্রমাণ। আপনার-আমার জন্য আইন ভিন্ন; এলিটদের জন্য ভিন্ন। বুয়েট শিক্ষার্থীদের এত আন্দোলন, গোটা জাতির এত বিক্ষোভকে মশকরা বানানো একটু সময়ের ব্যাপার। 

ছেলের ক্যারিয়ারে একটা আঁচও পড়বে না। মামলা উঠিয়ে নিবে, ছেলে বিদেশ যাবে, আপনার-আমার চেয়ে ফার বেটার লাইফ লিড করবে। শুধু মৃতের মতো বাঁচবে ঐ ৩জন বুয়েট শিক্ষার্থীর পরিবার। খুনীর জীবনের মূল্য ৩ জন মানুষের প্রাণের চেয়ে অনেক বেশি; কারণ তার বাবা আর্মি অফিসার। 

আপনি যদি এসব দেখে এটা ভাবেন যে বাঁচতে হলে পাওয়ার লাগবে; আপনিও এই খু/নী এবং তার বাবার চেয়ে ভিন্ন কেউ না৷ ক্ষমতা চাবেন; কিন্তু হারামখোর হবার জন্য না; হারা/মখোর দমানোর জন্য। 

আদৌ জানি না, এই ইস্যু নিয়ে কতটুকু আওয়াজ উঠবে৷ কিন্তু অনুগ্রহপূর্বক সবাই আওয়াজ তুলবেন। এক ফোঁটা জল জমতে জমতে গোটা সমুদ্র জন্ম নেয়; সেই সমুদ্রের আলোড়নে সুনামি আসে। আপনি-আমি ঐ এক ফোঁটা জল।

বিঃদ্রঃ বাকি ২ জনের কি হয়েছে, জানা যায়নি। বামে মাথায় ব্যান্ডেজ পরিহিত ছেলেটা অফিসারের সন্তান৷