শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত : শিবির সভাপতি
সম্প্রতি একুশে টেলিভিশন কর্তৃক আয়োজিত এক টকশো অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্রশিবির সভাপতি বলেন, “টিক্কা খান এবং ভুট্টোর সরাসরি মদদেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং আমি স্পষ্ট বলছি যে এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত।” শেখ মুজিব ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছেন উল্লেখ করে শিবির সভাপতি আরও বলেন, “যদি এই যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়ার জন্য যদি দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত।”

সম্প্রতি একুশে টেলিভিশন কর্তৃক আয়োজিত এক টকশো অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্রশিবির সভাপতি বলেন, “টিক্কা খান এবং ভুট্টোর সরাসরি মদদেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং আমি স্পষ্ট বলছি যে এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত।”
শেখ মুজিব ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছেন উল্লেখ করে শিবির সভাপতি আরও বলেন, “যদি এই যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়ার জন্য যদি দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত।”